জুন মাসে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভুটানকে ২-০ গোলে হারালেও ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ২-১ গোলে হেরে যায় সিঙ্গাপুরের বিপক্ষে। এই পরাজয়ের প্রভাব পড়েছে ফিফা র্যাংকিংয়েও—নেমে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
সিঙ্গাপুরের বিপক্ষে জয় পেলে র্যাংকিংয়ে উন্নতির সম্ভাবনা থাকলেও সেই সুযোগ হাতছাড়া করেছে জামাল ভূঁইয়ার দল। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে জয় পাওয়ার প্রত্যাশা ছিল সমর্থকদের মাঝে। কিন্তু হতাশার হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। ম্যাচ শেষে জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরার কৌশল ও সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়। অনেকেই তার পদত্যাগের দাবি জানিয়েছেন।
এদিকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন, এরপর ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল যথাক্রমে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম। উয়েফা নেশনস লিগ জয় করে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে পর্তুগাল। নেদারল্যান্ডস নেমে গেছে সপ্তম স্থানে। বেলজিয়াম রয়েছে আগের মতো অষ্টম স্থানে। এক ধাপ এগিয়ে নবম ও দশম স্থানে উঠেছে যথাক্রমে জার্মানি ও ক্রোয়েশিয়া।