ইরানকে লক্ষ্য করে আরও জোরালো হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে হুমকি এলে ইসরায়েল আবার হামলা চালাবে—আরও বেশি শক্তি দিয়ে। বৃহস্পতিবার (১০ জুলাই) এক সামরিক অনুষ্ঠানে এ বক্তব্য দেন তিনি।
তিনি বলেন, “তেহরান, তাবরিজ, ইসফাহান—যে কোনো স্থানে আমাদের লম্বা হাত পৌঁছাতে প্রস্তুত। যদি ফিরে আসতে হয়, তাহলে আরও শক্তি নিয়ে ফিরব।”
এদিকে ইসরায়েলের সামরিক অবকাঠামো জোরদারে যুক্তরাষ্ট্র ২৫ কোটির বেশি ডলার ব্যয়ে নতুন যুদ্ধবিমান হ্যাঙ্গার, গোলাবারুদ গুদাম ও রিফুয়েলিং ফ্যাসিলিটি নির্মাণ করছে। মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এই কাজ পরিচালনা করছে। ভবিষ্যতে ব্যয় ১০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলেও জানিয়েছে পত্রিকা হারেৎজ।
গত ১৩ জুন ইসরায়েলের এক হামলায় ইরানের বেশ কয়েকজন বিজ্ঞানী ও কমান্ডার নিহত হন। জবাবে ইরান পাল্টা হামলা চালায়। এরপর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৩ জুন ঘোষণা দেন, দুই দেশ ১২ ঘণ্টার একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং তা ২৪ ঘণ্টা শেষে ‘১২ দিনের যুদ্ধ’ সমাপ্ত ঘোষণা করবে।
যদিও ট্রাম্পের শান্তির বার্তার পর ইসরায়েলের নতুন হুমকি এই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েই প্রশ্ন তুলছে।