বাঁ ঊরুর চোটের কারণে ক্যান্ডিতে প্রথম টি–টোয়েন্টিতে খেলতে পারেননি জাকের আলী। তবে ডাম্বুলায় আগামীকাল (১৩ জুলাই) অনুষ্ঠিতব্য দ্বিতীয় টি–টোয়েন্টিতে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। যদি টিম ম্যানেজমেন্ট তাঁকে উইকেটকিপার–ব্যাটসম্যান হিসেবে অন্তর্ভুক্ত করে, তাহলে মাঠে দেখা যেতে পারে তাঁকে।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় টেস্ট খেলেননি জাকের। পুরোপুরি সুস্থ না হওয়ায় টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও তিনি বাইরে ছিলেন। দলের ফিজিও ও চিকিৎসকরা জানিয়েছেন, জাকের কেবল উইকেটকিপার হিসেবে মাঠে নামতে পারবেন। ফিল্ডে অন্য কোনো পজিশনে ফিল্ডিং করা তার জন্য ঝুঁকিপূর্ণ।
প্রথম ম্যাচে অধিনায়ক লিটন দাস ছিলেন উইকেটকিপার। তবে জাকের যদি কিপিং করেন, তাহলে লিটনের কাঁধ থেকে কিছুটা দায়িত্ব কমবে। টিম ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, আজ সিদ্ধান্ত হবে জাকেরকে নিয়ে।
এর আগে আমিরাত ও পাকিস্তান সিরিজে ধারাবাহিক খেলেছেন জাকের। আমিরাতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৪১ ও পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ২০ বলে ৩৬ রান করেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে করেন হাফসেঞ্চুরি।
প্রথম টি-টোয়েন্টিতে চারে ব্যাট করেছেন মোহাম্মদ নাঈম, আর হৃদয় ও মিরাজ ব্যাট করেছেন নিচের ক্রমে। তবে প্রত্যাশিত টি-টোয়েন্টি ব্যাটিং ছিল না কারও।