রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। দিবালোকে জনসমক্ষে এমন নৃশংস ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাধারণ মানুষের পাশাপাশি শিল্পী-সংস্কৃতি অঙ্গনের মানুষরাও এই নির্মম ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন।
এই ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। যদিও তার ফেসবুক স্ট্যাটাসে সরাসরি সোহাগ হত্যার কথা উল্লেখ করা হয়নি, তবে সময়কাল ও বক্তব্যের প্রেক্ষাপটে অনেকেই ধারণা করছেন, তিনি এই ঘটনাকেই ইঙ্গিত করেছেন।
স্ট্যাটাসে খায়রুল বাসার লেখেন,
“আল্লাহর গজব পড়ুক তাদের ওপর, যারা মানুষ হয়ে উঠতে পারেনি। যারা পশুত্বকেও ছাড়িয়ে গেছে। আল্লাহ এ দেশকে হেফাজত করুন কিছু ভালো মানুষের ওছিলায়, যেন মানুষ অন্তত শান্তিতে ঘুমাতে পারে।”
পোস্টের শেষাংশে তিনি সবাইকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। লেখেন,
“যেখানেই অন্যায় দেখবেন, দয়া করে চুপ থাকবেন না। কথা বলুন, প্রতিবাদ করুন, সাহসী হোন। আইনের আশ্রয় নিন। বারবার ব্যর্থ হলেও আইন ও মানবতার ওপর ভরসা রাখুন। পরিবর্তন আসবেই।”
খায়রুল বাসারের এই স্ট্যাটাস ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে। অনেকেই তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
এছাড়াও, নির্মাতা আশফাক নিপুণ ও অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সামাজিক অঙ্গনের এই প্রতিবাদ জানিয়ে দিচ্ছে, সাধারণ মানুষ একা নয়—সাহসের পাশে দাঁড়াতে প্রস্তুত শিল্পীরাও।