Saturday, July 12, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিককানাডাকে টার্গেট করেই ট্রাম্পের নতুন শুল্ক হুমকি, চুক্তি নিয়ে অনিশ্চয়তা

কানাডাকে টার্গেট করেই ট্রাম্পের নতুন শুল্ক হুমকি, চুক্তি নিয়ে অনিশ্চয়তা

কানাডার সঙ্গে সম্পর্ক মেরামতের প্রতিশ্রুতি দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বাণিজ্য যুদ্ধের হুমকি দিলেন। সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন, কানাডা থেকে আমদানিকৃত পণ্যে ১ আগস্ট থেকে ৩৫ শতাংশ শুল্ক বসানো হবে। যদিও ইউএসএমসিএ চুক্তি অনুসারে নির্দিষ্ট কিছু পণ্য এই শুল্কের আওতামুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

উত্তর আমেরিকার দুই প্রতিবেশী ২১ জুলাইয়ের মধ্যে নতুন বাণিজ্যচুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে। তবে এই প্রক্রিয়া কানাডার জন্য ক্রমেই কঠিন হয়ে উঠছে। মে মাসে জি৭ সম্মেলনে ট্রাম্প ও নতুন কানাডীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে সৌহার্দ্যপূর্ণ বৈঠক হলেও, জুনে কানাডা মার্কিন প্রযুক্তি কোম্পানির ওপর কর আরোপ করায় আলোচনা স্থগিত করেন ট্রাম্প। পরে কানাডা সেই কর তুলে নিলেও এবার আবার নতুন শুল্কের হুমকি মিলল।

ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড্যানিয়েল বেলান বলেন, “ট্রাম্পের আচরণে বোঝা যায়, তার সঙ্গে চুক্তি করা কতটা অনিশ্চিত।” অন্যদিকে অধ্যাপক ফিলিপ বোরবো মনে করেন, এই হুমকি কৌশলের অংশ, তবে চুক্তিতে পৌঁছাতে হলে ছাড় দিতেই হবে কানাডাকে।

এমন পরিস্থিতিতে কানাডা কূটনৈতিক সংযম বজায় রেখে কাজ করছে। প্রধানমন্ত্রী কার্নি বলেন, “আমরা দেশের শ্রমজীবী ও ব্যবসার স্বার্থ রক্ষা করব।”

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের জন্য এটি কৌশলগত চাপ তৈরি করলেও, কানাডা এখন বিকল্প রপ্তানি বাজার খুঁজে বের করার চেষ্টা করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments