বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “বিএনপি কখনো গুম-হত্যা-সন্ত্রাসকে প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না। অপরাধী যেই হোক, তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।” শনিবার (১২ জুলাই) দুপুরে নাটোর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটরিয়ামে জাতীয়তাবাদী পরিবহন শ্রমিক দলের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
সম্প্রতি ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে দুলু বলেন, “ঘটনায় জড়িত সবাইকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদের স্থায়ীভাবে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত দিয়েছেন।”
তিনি আরও বলেন, “একটি মহল বিএনপিকে বিতর্কিত করতে চায়। নির্বাচনের আগে ষড়যন্ত্র করে আমাদের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি—বিএনপিতে চাঁদাবাজ ও সন্ত্রাসীর ঠাঁই নেই।”
পাঁচ আগস্টের গণ-আন্দোলন প্রসঙ্গে তিনি দাবি করেন, “ছাত্র-জনতা, শ্রমিক-কৃষক ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। সেই আন্দোলনে শ্রমিকদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।”
দুলু আরও বলেন, “তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠকের পর নির্বাচন নিয়ে দেশের মানুষ আশাবাদী। এখন কেউ কেউ প্রোপোরশনাল (পিআর) পদ্ধতির নির্বাচন চাইলেও জনগণ চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন।”
সভায় সভাপতিত্ব করেন আবু রায়হান ভুলু। বক্তব্য দেন রফিকুল ইসলাম, রহিম নেওয়াজ, শফিকুল ইসলাম বুলবুল, আব্দুল জলিল, শহিদুল ইসলাম বাচ্চু, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, কাজী শাহ আলম ও শেখ এমদাদুল হক আল মামুন।