Saturday, July 12, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিচাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে চট্টগ্রাম যুবদল নেতা বাদশা বহিষ্কৃত

চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে চট্টগ্রাম যুবদল নেতা বাদশা বহিষ্কৃত


চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে দল থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। শনিবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এমদাদুল হক বাদশার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগকে দল ‘গুরুতর সাংগঠনিক ব্যত্যয়’ হিসেবে বিবেচনা করেছে।

বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এমদাদুল হক বাদশার প্রাথমিক সদস্যপদ বাতিল করে তাকে সংগঠনের সব কার্যক্রম থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তার ভবিষ্যৎ কোনো বেআইনি কর্মকাণ্ডের দায় দল নেবে না এবং নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, এমদাদুল হক বাদশা যদি দলীয় পরিচয় ব্যবহার করে ভবিষ্যতে কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments