জয়া আহসান ও রাফিয়াথ রশিদ মিথিলার পর এবার টলিউডে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের আরেক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের। আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে তাঁর প্রথম টলিউড সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’, যা পরিচালনা করেছেন অনিক দত্ত।
সিনেমাটি নির্মিত হয়েছিল প্রায় দুই বছর আগে। নানা জটিলতায় মুক্তি আটকে থাকলেও অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন গতকাল এর মোশন পোস্টার প্রকাশ করে আসন্ন মুক্তির ঘোষণা দেয়।
গল্প আবর্তিত হয়েছে ফেলুদা-ধাঁচের রহস্য ও ধাঁধার ছায়ায়। মূল চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি। সেখানে নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি মেয়ের চরিত্রে, যে নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসে।
গণমাধ্যমে নওশাবা বলেন, “সিনেমায় আবির আর আমি দুজনেই ফেলুদাভক্ত। আমাদের চরিত্রগুলো এক জায়গায় আসে ফেলুদা-প্রীতির সূত্রেই। এটা গোয়েন্দা গল্প নয়, কিন্তু প্রতি মুহূর্তে ফেলুদা ও সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।”
তিনি আরও জানান, “অনিক দার হঠাৎ মেসেজ পেয়ে অডিশনে অংশ নিই, এরপর ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং করি। এবার সিনেমাটি দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে— এটা আমার জন্য সত্যিই বিশেষ আনন্দের মুহূর্ত।”
‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমা দিয়েই নতুন এক পর্বে পা রাখতে চলেছেন নওশাবা— বাংলাদেশ থেকে টলিউডের পর্দায়।