বাংলাদেশ বিমানের ঢাকা-কাঠমাণ্ডু ফ্লাইটে বোমা থাকার মিথ্যা তথ্য দিয়ে বিমানের যাত্রা ব্যাহত করার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১২ জুলাই) এক সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, ঘটনাটির পেছনে ছিল পারিবারিক দ্বন্দ্ব ও পরকীয়া। এক যুবক তার প্রেমিকাকে নিয়ে নেপালে ভ্রমণে যাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে ওই যুবকের স্ত্রী তার ভ্রমণ ঠেকাতে পরিকল্পনা করেন। এরপর যুবকের মা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে ফোন করে বিমানে বোমা থাকার মিথ্যা তথ্য দেন।
ফলে শুক্রবার বাংলাদেশ বিমানের বিজি-৩৭৩ ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। বিমানে ১৪২ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। বোমার খবরে বিমানবন্দর ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর হয়ে ওঠেন এবং উড়োজাহাজে ব্যাপক নিরাপত্তা তল্লাশি চালানো হয়।
তল্লাশির পর কোনো বোমা না পাওয়ায় ফ্লাইটটি পরে ঢাকা থেকে কাঠমাণ্ডুর উদ্দেশে ছেড়ে যায়।
র্যাব জানিয়েছে, ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ওই যুবকের স্ত্রী, তার শাশুড়ি ও আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের মহাপরিচালক বলেন, “মিথ্যা তথ্য দিয়ে জনগণের নিরাপত্তা, বিমান চলাচল এবং রাষ্ট্রীয় সম্পদকে ঝুঁকির মুখে ফেলার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”