দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতির জন্য প্রশাসনিক ব্যর্থতাকে দায়ী করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। শনিবার (১২ জুলাই) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি অভিযোগ করেন, “চকবাজারে যুবদল কর্মী মইনকে নৃশংসভাবে পাথর মেরে হত্যার ঘটনায় মূল আসামিদের বাদ দিয়ে নিরপরাধদের মামলায় জড়ানো হয়েছে। ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও আসল খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি, যা রহস্যজনক।”
মোনায়েম মুন্না জানান, ওই ঘটনায় জড়িতদের সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। গত এক বছরে হাজারো নেতাকর্মীর বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে প্রশাসনের পক্ষ থেকে তেমন আইনি পদক্ষেপ দেখা যায়নি।
তিনি আরও বলেন, খুলনায় যুবদলের এক বহিষ্কৃত নেতাকে গুলি করে হত্যা, কুমিল্লায় এক পরিবারের তিন সদস্যকে মব লিঞ্চিংসহ একাধিক নৃশংস ঘটনা ঘটলেও প্রশাসনের তৎপরতা নেই।
মুন্নার অভিযোগ, “সরকার ইচ্ছাকৃতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় করে দেশে অরাজকতা বজায় রাখছে, যাতে নির্বাচন বিলম্বিত হয়।”
তরুণদের নিয়ে পরিচালিত সাম্প্রতিক এক জরিপের ফলাফল তুলে ধরে তিনি দাবি করেন, “বিএনপির প্রতি তরুণদের আস্থা দিন দিন বাড়ছে, যা দেখে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে মেতে উঠেছে।”