Saturday, July 12, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকমিয়ানমারের মঠে বিমান হামলা: শিশুসহ নিহত ২২, ধ্বংসস্তূপে রক্তাক্ত বাস্তবতা

মিয়ানমারের মঠে বিমান হামলা: শিশুসহ নিহত ২২, ধ্বংসস্তূপে রক্তাক্ত বাস্তবতা

মিয়ানমারের মধ্যাঞ্চলে সাগাইং অঞ্চলের লিন তা লু গ্রামে এক বৌদ্ধ মঠে ভয়াবহ বিমান হামলায় অন্তত ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। শুক্রবার (১২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জান্তাবিরোধী যোদ্ধা জানান, ওই মঠে আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষরা আশ্রয় নিয়েছিলেন, কারণ তারা ধারণা করেছিলেন, ধর্মীয় স্থান নিরাপদ হবে। কিন্তু সেই মঠের হলরুমে বিমান থেকে বোমাবর্ষণ করে সামরিক বাহিনী।

হামলায় নিহতদের মধ্যে অনেকে ছিন্নভিন্ন হয়ে গেছে এবং গুরুতর আহত অবস্থায় আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি স্থানীয় এক বাসিন্দাও নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মঠটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভোরবেলা আমি কয়েকজনকে মৃতদেহ কবরস্থানে নিতে দেখেছি।”

তিনি আরও জানান, “আমি নিজে ২২টি মৃতদেহ শনাক্ত করি, যার অনেকগুলোর মাথায় গভীর আঘাত ছিল। দৃশ্যটি ছিল চরম মর্মান্তিক।”

২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমার জুড়ে চলছে গৃহযুদ্ধ। সাগাইং অঞ্চল একাধিকবার বিমান হামলা ও সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে।

মার্চে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এই এলাকায় অঘোষিত যুদ্ধবিরতির কথা বলা হলেও বাস্তবে সহিংসতা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় জান্তা মুখপাত্র জাও মিন তুন এএফপির অনুরোধে এখনো কোনো মন্তব্য দেননি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments