চীনের সম্ভাব্য হামলা প্রতিহত করতে বার্ষিক ‘হান কুয়াং’ সামরিক মহড়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা অত্যাধুনিক হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (HIMARS) মোতায়েন করেছে তাইওয়ান। শনিবার মহড়ার চতুর্থ দিনে দেশটির তাইচুং শহরের আশপাশে দুটি সাঁজোয়া ট্রাকে HIMARS চলাচল করতে দেখা যায়।
তাইওয়ানের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল চেন লিয়ান জিয়া বলেন, “শত্রু পক্ষের নজরদারি ও হামলা থেকে এই রকেট সিস্টেমকে গোপন রাখা গুরুত্বপূর্ণ।”
হান কুয়াং তাইওয়ানের সবচেয়ে বিস্তৃত বার্ষিক সামরিক মহড়া। গত বছর যুক্তরাষ্ট্র থেকে ২৯টি HIMARS রকেট সিস্টেমের মধ্যে ১১টি পেয়েছে তাইওয়ান, যার প্রতিটির পাল্লা প্রায় ৩০০ কিলোমিটার। এর ফলে চীনের ফুজিয়ান প্রদেশের উপকূলীয় এলাকাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
চীন দীর্ঘদিন ধরেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে। গত পাঁচ বছরে চীন সামরিক চাপ বাড়িয়ে ব্যাপক মহড়া ও টহল চালিয়ে যাচ্ছে। তবে তাইওয়ান বারবার জানিয়ে আসছে, তারা আত্মরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।
তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং তে বলেন, মহড়াগুলো বাস্তব যুদ্ধ পরিস্থিতির ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। অপরদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় মহড়াকে “ধোঁকাবাজি ও আত্মপ্রবঞ্চনা” হিসেবে উল্লেখ করেছে।
তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, এই মহড়ার মাধ্যমে তাইওয়ান চীন ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাতে চায়—চীনের আক্রমণ ঠেকাতে তারা প্রস্তুত।