পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সাম্প্রতিক হত্যাকাণ্ড ও নৈরাজ্যের পেছনে সরকার মদদ দিচ্ছে। তিনি প্রশ্ন তোলেন—যারা হত্যাকারী মব গঠন করেছে, তাদের কেন এখনো গ্রেপ্তার করা হয়নি?
শনিবার (১২ জুলাই) গুলশানে “জুলাই আন্দোলনের শহীদ পরিবারের” সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তারেক রহমান বলেন, “যে কোনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে।” তিনি আরও যোগ করেন, “ধীরে ধীরে ‘অদৃশ্য শক্তি’ দৃশ্যমান হচ্ছে—যারা স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের বিপরীতে অবস্থান নিয়েছে। এদের আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না।”
মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, “ঘটনার ভিডিও ফুটেজে যে ব্যক্তিকে হত্যা করতে দেখা গেছে, তাকে এখনও কেন গ্রেপ্তার করা হয়নি? সরকার কি তাহলে এই মব তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে? প্রশাসনের মধ্যেও কি কেউ এদের মদদ দিচ্ছে?”
তারেক রহমান আরও বলেন, “এই সরকার জননিরাপত্তায় ব্যর্থ। জনগণের জানমাল রক্ষার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের, অথচ তারাই এখন প্রশ্নবিদ্ধ। আমরা দেখছি, প্রশাসনের মধ্যে এখনো স্বৈরাচারের ছায়া রয়ে গেছে। নতুন করে সৃষ্টি হচ্ছে অশুভ শক্তি।”
তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি কখনো কারো পক্ষ নেবে না। আগামীতে ক্ষমতায় গেলে যারা জনগণের অধিকার রক্ষায় জীবন দিয়েছেন, তাদের জন্য সঠিক বিচার নিশ্চিত করবে বিএনপি।”