ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বাড্ডা থানার ৩৮ নম্বর ওয়ার্ডের পূর্বাঞ্চলের একটি সড়কের সংস্কারকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই এটি যান চলাচলের জন্য উন্মুক্ত করবে সিটি করপোরেশন। তবে এই কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার আগেই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নিজেরা উদ্বোধনের আয়োজন করে বিতর্কের জন্ম দিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের ব্যানারে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক ও ঢাকা-১১ আসনের মনোনয়নপ্রত্যাশী ড. এম এ কাইয়ুমকে। এ উপলক্ষে এলাকায় টানানো হয়েছে বেশ কয়েকটি ব্যানার, যা নিয়ে উঠেছে নানা প্রশ্ন ও সমালোচনা।
স্থানীয়রা বলছেন, সরকারি অর্থে নির্মিত একটি সড়ক কোনো নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া কিভাবে একটি রাজনৈতিক দলের নেতা উদ্বোধন করতে পারেন—তা নিয়ে তারা বিস্মিত।
জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বরে সড়কটির সংস্কারকাজ শুরু হয়। সরকারের পরিবর্তনের পর উত্তর সিটি করপোরেশন বাকি কাজ সমাপ্ত করে। এখন কিছু ছোটখাটো কাজ বাকি থাকলেও এর আগেই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে “উদ্বোধন” আয়োজন করে ফেলেন।
এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় আলোচনা-সমালোচনা। ঢাকা-১১ আসনে জামায়াতের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট আতিকুর রহমান নিজের ফেসবুক পেজে একটি ব্যানার শেয়ার করে লেখেন, “আবারও ক্রেডিট নেওয়ার রাজনীতি শুরু হয়েছে। ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা দেখানোর চেষ্টা চলছে!”
ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক মাহমুদ এ প্রসঙ্গে বলেন, “সড়ক উদ্বোধন নিয়ে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এটা সম্পূর্ণ এলাকাবাসী ও স্থানীয় রাজনীতিকদের আয়োজন।”
অন্যদিকে ড. এম এ কাইয়ুম সাংবাদিকদের বলেন, “সড়কটি আগের সরকারের সময়ে নির্মাণকাজ শুরু হয়। আমি উদ্বোধনের বিষয়ে কিছু জানতাম না। কেউ ইচ্ছাকৃতভাবে আমার নাম ব্যানারে বসিয়ে বিতর্ক তৈরি করতে চেয়েছে। বিষয়টি জানার পর আমি ব্যানার সরাতে বলেছি, এবং তা সরানো হয়েছে।”