Sunday, July 13, 2025
spot_imgspot_img
Homeবিশেষ সংবাদযশোরে স্বর্ণের ১১ বারসহ তিন চোরাকারবারী গ্রেপ্তার

যশোরে স্বর্ণের ১১ বারসহ তিন চোরাকারবারী গ্রেপ্তার


যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়া উপজেলার ধলগাঁমোড় এলাকা থেকে স্বর্ণের ১১টি বারসহ তিন চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার হওয়া ১ কেজি ৩০০ গ্রাম ওজনের স্বর্ণের বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। বিজিবি জানায়, এসব স্বর্ণ ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারকলা গ্রামের আতা এলাহী জীবন, গাজীপুরের কাশিমপুর উপজেলার বাগবাড়ি গ্রামের আবুল কালাম আজাদ ও বগুড়ার শেরপুর উপজেলার রানীরহাট এলাকার রামপ্রসাদ মণ্ডল।

বিজিবির যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধলগাঁ বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় বিজিবির একটি টহল দল অবস্থান নেয়। সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাদের প্যান্টের পকেট ও মানিব্যাগে বিশেষভাবে লুকানো ১১টি স্বর্ণবার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ঢাকার তাঁতীবাজার এলাকার এক স্বর্ণ চোরাকারবারীর কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে যাত্রা করেছিল। একজন সাতক্ষীরা সীমান্ত দিয়ে এবং বাকি দুজন চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা করছিল।

আটকদের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মামলা দায়েরের পর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments