চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তারে সরকার যে কোনো সময় বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১৩ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১১তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি জানান, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মাদক পাচারসহ সব ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। তবে পরিস্থিতি অনুযায়ী যে কোনো মুহূর্তে আরও কঠোর পদক্ষেপ হিসেবে চিরুনি অভিযান শুরু করা হতে পারে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। সরকার দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী যে কোনো কর্মকাণ্ড কঠোর হাতে দমন করবে।
মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা প্রসঙ্গে তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন, তাদের রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় না এনে আইনের আওতায় আনা হবে।
নির্বাচন সম্পর্কেও তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে সরকারের।