ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রাঘাতে আব্দুস সালাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার বৈরচুনা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত সেজার উদ্দিনের ছেলে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বজ্রাঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, আব্দুস সালাম দুপুরের দিকে নিজ বাড়ির পাশে আমন ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করছিলেন। এ সময় হঠাৎ করে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে এলাকাবাসী ছুটে গিয়ে মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
দেশের কৃষিজীবী মানুষের জীবন-জীবিকার জন্য মাঠে ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় কাজ করা একটি সাধারণ চিত্র হলেও বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় প্রাণঘাতী হয়ে উঠছে। বিশেষজ্ঞরা এমন পরিস্থিতিতে মাঠে কাজ করার সময় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা প্রদানের বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে।