ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে একটি ডিজেলবোঝাই মালবাহী ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে ট্রেনটির অন্তত চারটি বগিতে, যার ফলে চারপাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী।
হঠাৎ এই অগ্নিকাণ্ডে এলাকাজুড়ে ছড়ায় ব্যাপক আতঙ্ক। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। উদ্ধারকর্মীরা জানান, ট্রেনের বগিগুলোতে ডিজেল থাকার কারণে আগুন নেভানো ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ।
জানা গেছে, মানালি থেকে তিরুপতির দিকে যাচ্ছিল মালবাহী ট্রেনটি। তিরুভাল্লুর স্টেশনের কাছাকাছি পৌঁছতেই আগুনের সূত্রপাত ঘটে। নিরাপত্তার স্বার্থে আশপাশের কিছু বসতি খালি করে দেওয়া হয়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় চেন্নাইগামী রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এখন পর্যন্ত আটটি ট্রেন বাতিল এবং পাঁচটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে।
দক্ষিণ রেলওয়ে বিভাগ জানিয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে। পুরো পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে এবং দ্রুতই ট্রেন চলাচল পুরোনো অবস্থায় ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।