রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (১৩ জুলাই) দুপুরে কলেজ চত্বর থেকে এক বিক্ষোভ মিছিল বের করে এই কর্মসূচির ঘোষণা দেন তারা।
শিক্ষার্থীরা জানান, হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশ রোধ, ফুটপাতের দোকান উচ্ছেদ এবং আনসার সদস্যদের আরও সক্রিয় করে নিরাপত্তা জোরদার করার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।
গত বুধবার (০৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন এলাকায় ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রকাশ্য এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সর্বশেষ রোববার আরও দুজনকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মোট সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শিক্ষার্থীরা বলেছেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।