প্রখ্যাত ইসলামি বক্তা ডা. জাকির নায়েক পরিচালিত ‘পিস টিভি বাংলা’ পুনরায় সম্প্রচারের অনুমতির দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
রোববার (১৩ জুলাই) আইনজীবী মো. আশরাফুজ্জামান এই নোটিশটি প্রেরণ করেন।
ডা. জাকির নায়েক গত ১৯ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলের একটি প্রশ্নোত্তর পর্বে জানান, পিস টিভি বাংলা ছাড়াও ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষার সংস্করণ স্যাটেলাইটের মাধ্যমে এখনো সম্প্রচারে রয়েছে। তবে বাংলাদেশ ও ভারতের সরকার ডাউনলিংক অনুমতি বাতিল করায়, দেশ দুটিতে ক্যাবল অপারেটররা সম্প্রচার বন্ধ রেখেছে।
তিনি আরও বলেন, যদিও স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার অব্যাহত রয়েছে, তবে বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কে চালু করতে আবেদন করা হয়েছে। সরকারের অনুমতি পেলেই কয়েক দিনের মধ্যে সম্প্রচার শুরু করা সম্ভব।
উল্লেখ্য, ২০১৬ সালের জুলাই মাসে ঢাকার গুলশানে হোলি আর্টিজান হামলায় অংশ নেওয়া এক জঙ্গি পিস টিভির বক্তা জাকির নায়েকের বক্তব্য দ্বারা প্রভাবিত হয়েছিল—এমন অভিযোগ ওঠার পর বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। একই ঘটনায় ভারতেও তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়।
বর্তমানে ডা. জাকির নায়েক মালয়েশিয়ায় নির্বাসিত অবস্থায় আছেন এবং সেখানকার সরকারের কাছ থেকে স্থায়ীভাবে বসবাসের অনুমতিও পেয়েছেন।