Sunday, July 13, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকইসরায়েলি হামলায় মধ্য গাজায় আবারও রক্ত ঝরল

ইসরায়েলি হামলায় মধ্য গাজায় আবারও রক্ত ঝরল

লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের ওপর ড্রোন হামলায় ছয় শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। রবিবার (১৩ জুলাই) স্থানীয় সময় দুপুরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে গাজার জরুরি পরিষেবা বিভাগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরণার্থী শিবিরের একটি পানির ট্যাংকের সামনে খালি জেরিকেন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে একটি ড্রোন। আহত ও নিহতদের নুসিরাতের আল আওদা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, সেখানে ১৬ জন আহত অবস্থায় চিকিৎসাধীন, যার মধ্যে সাতজন শিশু।

ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, যেখানে রক্তাক্ত শিশু ও লাশের পাশে আতঙ্কে কাঁদছে মানুষ। স্থানীয়রা আহতদের সরিয়ে নিতে ব্যক্তিগত যান ও গাধার গাড়ি ব্যবহার করেন।

এ হামলার কিছুক্ষণের মধ্যেই মধ্য গাজা ও গাজা সিটির আবাসিক এলাকায় আরও তিনটি পৃথক বিমান হামলায় অন্তত ১৯ জন নিহত হয় বলে জানিয়েছে সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান জোরদার করেছে। এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৭,৮৮২ জনে। ধ্বংস হয়েছে ৯০ শতাংশ ঘরবাড়ি, ভেঙে পড়েছে স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন ব্যবস্থা।

জাতিসংঘ জানিয়েছে, জ্বালানি সংকট এতই চরমে যে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, বেকারিসহ জনসেবামূলক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments