Sunday, July 13, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিক“এখনই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন”—ব্রিটিশ সরকারের প্রতি ৬০ এমপির আহ্বান

“এখনই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিন”—ব্রিটিশ সরকারের প্রতি ৬০ এমপির আহ্বান

গাজায় চলমান ইসরায়েলি অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের লেবার পার্টির প্রায় ৬০ জন সংসদ সদস্য (এমপি) একটি খোলা চিঠির মাধ্যমে ব্রিটিশ সরকারকে অনতিবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির উদ্দেশে লেখা ওই চিঠিতে এমপিরা এই দাবি জানান।

চিঠিতে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি গাজার রাফাহ শহর থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার যে পরিকল্পনার কথা বলেছেন, তা এক ধরনের মানবতাবিরোধী অপরাধ এবং জাতিগত নিধনের ইঙ্গিত বহন করে। এমপিরা স্পষ্ট করে বলেন, “গাজায় যা ঘটছে, তা আর কূটনৈতিক ভাষায় আড়াল করার সুযোগ নেই। এটি একটি জাতিগত নিধন।”

এই খোলা চিঠিটি ‘লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট’ নামক একটি প্রভাবশালী সংগঠনের উদ্যোগে তৈরি হয়। এতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সহসভাপতি সারা ওয়েন ও অ্যান্ড্রু পেইকস ছাড়াও লিয়াম বায়ার্ন, ট্যানমানজিত সিং ধেসি, স্টেলা ক্রিসি, ডায়ান অ্যাবট, ডন বাটলার, ক্লাইভ লুইসসহ আরও অনেক এমপি।

চিঠিতে আরও বলা হয়, এই মুহূর্তে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়া হলে তা এমন বার্তা দেবে যে, ফিলিস্তিনিদের রাষ্ট্র পাওয়ার স্বপ্ন ভেঙে গেছে এবং বর্তমান দখলদারিত্বই চিরস্থায়ী হয়ে যাচ্ছে।

তবে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি বজায় রাখছে। তবে তারা বলছে, এই স্বীকৃতি তখনই দেওয়া হবে, যখন তা সবচেয়ে কার্যকর কূটনৈতিক প্রভাব ফেলতে পারবে।

এই আহ্বান এমন এক সময় এসেছে, যখন এর কিছুদিন আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও লন্ডনে এক যৌথ সংবাদ সম্মেলনে একই ধরনের বক্তব্য দেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সময় এখনই—এটাই শান্তির একমাত্র পথ।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই চিঠিতে স্বাক্ষরকারী এমপিরা এবারই প্রথম নিজেদের নাম প্রকাশ্যে এনেছেন। এর আগে, ফিলিস্তিনের পক্ষে পাঠানো আরেকটি চিঠিতে স্বাক্ষরকারীদের পরিচয় গোপন রাখা হয়েছিল।

Top of Form

Bottom of Form

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments