অপ্রতিরোধ্য লিওনেল মেসি যেন থেমে থাকতেই জানেন না। এমএলএসে ন্যাশভিলের বিপক্ষে ফের জোড়া গোল করে ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির দুর্দান্ত নৈপুণ্যে ইন্টার মায়ামি ম্যাচডে ২২-এ ২-১ ব্যবধানে জয় পায়।
মায়ামির ঘরের মাঠে ১৭তম মিনিটেই মেসি জালে বল পাঠান ফ্রি-কিক থেকে। গোলরক্ষক জো উইলিস বলের গতির সামনে অসহায় ছিলেন। দ্বিতীয়ার্ধে ন্যাশভিল গোল করে ম্যাচে সমতা আনলেও, প্রতিপক্ষ গোলরক্ষকের ভুল কাজে লাগিয়ে মেসি ফের গোল করে দলকে এগিয়ে দেন।
এই ম্যাচে জোড়া গোল করে মেসি এমএলএসে নতুন রেকর্ড গড়েছেন—প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে দুই বা ততোধিক গোল করার কীর্তি গড়েছেন তিনি। মন্ট্রিয়াল, কলম্বাস ক্রু, নিউ ইংল্যান্ড এবং আরও একাধিক ম্যাচে জোড়া গোল করেছেন এই বিশ্বকাপজয়ী। সবশেষ ছয় ম্যাচেই গোল করেছেন তিনি।
মাঝে ক্লাব বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স করেন মেসি। পোর্তোর বিপক্ষে ২-১ জয়ে দলের জয়সূচক গোলটি আসে তার পা থেকে।
মেসির এমন ধারাবাহিক ফর্মে ফুটবল দুনিয়া অভিভূত। বয়স তার জন্য যেন শুধুই সংখ্যা। মাঠে বারবার প্রমাণ করে চলেছেন কেন তাকে বলা হয় ‘গ্রেটেস্ট অফ অল টাইম’। এমএলএসে তার উপস্থিতি রূপ নিচ্ছে এক ফুটবল রূপকথায়।