Sunday, July 13, 2025
spot_imgspot_img
Homeদেশের খবররাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিলেন ‘তথ্য আপা’ কর্মীরা

রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিলেন ‘তথ্য আপা’ কর্মীরা

রোববার (১৩ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটে সচিবালয়ের সামনে অবস্থান নেন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। এ সময় তারা স্লোগান দেন— আমাদের দাবি, মানতে হবে’; ‘তথ্য আপার তিন দফা, মানতে হবে’। তাদের অবস্থানের ফলে সচিবালয়ের মুখী সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে সকালে আন্দোলনকারীরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।

উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন ‘তথ্য আপা প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’-এর অধীনে সরাসরি নিয়োগপ্রাপ্ত তথ্যসেবা কর্মকর্তারা টানা ৪৭ দিন ধরে রাজপথে আন্দোলন করছেন। প্রকল্পটিতে বর্তমানে ১,৪৭৮ জন নারী তথ্যসেবা কর্মকর্তা ও সহকারীসহ মোট ১,৯৬৮ জন কর্মী নিয়োজিত আছেন, যাদের অধিকাংশই দেশের প্রত্যন্ত অঞ্চলের নারী। দীর্ঘদিন ধরে তারা তথ্যসেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করলেও এখনো রাজস্ব খাতে তাদের স্থানান্তরের কোনো উদ্যোগ নেওয়া হয়নি—যা নিয়ে তারা চরম ক্ষুব্ধ।

তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে:

  1. তথ্য আপা প্রকল্পের কর্মীদের রাজস্ব খাতে স্থানান্তর
  2. কর্তনকৃত বেতন ও ভাতা দ্রুত ফেরত দেওয়া
  3. ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে রাজস্বকরণের রোডম্যাপ নির্ধারণ করে তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিনের আন্দোলন ও বারবার আশ্বাস সত্ত্বেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিপরীতে, অন্যান্য অনেক প্রকল্পের কর্মীরা ইতোমধ্যে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হয়েছেন অথবা প্রক্রিয়াধীন রয়েছেন। তাই তাদের দাবি এখন সময়ের দাবি বলেই তারা রাজপথে নেমেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments