সিলেট নগরীতে চা পরিবেশনে বিলম্ব হওয়ায় রুমন নামের এক হোটেল কর্মচারী ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন। রোববার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে কাজির বাজার এলাকায় একটি হোটেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানায়, এক যুবক চা খাওয়ার উদ্দেশ্যে হোটেলে আসেন। চা দিতে কিছুটা সময় লাগায় তার সঙ্গে কর্মচারী রুমনের তর্কাতর্কি শুরু হয়। হোটেল মালিক ও আশপাশের লোকজন পরিস্থিতি শান্ত করলেও বিষয়টি সেখানেই শেষ হয়নি।
কিছুক্ষণ পর ওই যুবক আরও কয়েকজন সহযোগী নিয়ে হোটেলে ফিরে এসে রুমনের ওপর অতর্কিতে হামলা চালান এবং ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় রুমনকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।