ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগী কিছু ঢাবি শিক্ষকের বিচারের দাবি জানিয়েছে। রবিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। জুলাই অভ্যুত্থানে “মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ” ও “স্বৈরাচারের পক্ষে অবস্থান নেওয়া”র অভিযোগে এই দাবির সূত্রপাত।
সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, “২০০৭ সালে সরকারকে গুলি চালানোর জন্য কিছু শিক্ষক ‘ব্ল্যাঙ্ক চেক’ দিয়েছিলেন। আজ তারা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিবৃতি দিচ্ছেন। তখন তাদের বিবেক কোথায় ছিল?” তিনি অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ভিডিও ফুটেজ ও সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উল্লেখ করে সরকারের কাছে তাদের বিচারের দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, আইবিএ’র অধ্যাপক ড. মহিউদ্দিন, এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আজহারুল ইসলামসহ শতাধিক শিক্ষক।
সাদা দল দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানায় এবং “দুর্নীতিবাজ ও গণহত্যায় মদদ দেওয়া ইমেরিটাস অধ্যাপকদের অপসারণ” দাবি করে।