‘গুপ্ত সংগঠনের’ অপতৎপরতারঅবনতি ঘটানোর প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (১৩ জুলাই) ভোরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই দিন দেশের প্রতিটি জেলা ও মহানগরে ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে।
ছাত্রদল মনে করে, গুপ্তচর বাহিনীর ছায়াতলে একটি চক্র পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন ও জনআতঙ্ক তৈরি করছে। এসব অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে ছাত্রদল রাজপথে থাকবে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।