Sunday, July 13, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিনোয়াখালীতে এনসিপির পদযাত্রায় জনস্রোত দেখবে দেশ: হান্নান মাসউদ

নোয়াখালীতে এনসিপির পদযাত্রায় জনস্রোত দেখবে দেশ: হান্নান মাসউদ

নোয়াখালীর মাইজদীতে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহাসচিব হান্নান মাসউদ বলেছেন, “নোয়াখালীতে আমাদের পদযাত্রায় জনতার ঢল নামবে। ২২ জুলাই জনগণ রাস্তায় নেমে তাদের অধিকারের পক্ষে ও দুর্নীতিবিরোধী বার্তা দেবে।”

শনিবার (১২ জুলাই) বিকেলে মাইজদী শহরে অনুষ্ঠিত এই সভায় তিনি আরও বলেন, “জুলাই মাসের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং দেশ পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে এনসিপির পদযাত্রা দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। উত্তরের জেলা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে জনগণের ব্যাপক সম্পৃক্ততা লক্ষ্য করা গেছে। নোয়াখালীতে এই পদযাত্রা আরও বড় মাত্রা পাবে।”

তিনি বলেন, “দেশজুড়ে চলছে অবিচার, সন্ত্রাস ও দুঃশাসনের চর্চা। এসব রুখতে এনসিপি রাজপথে সক্রিয় হয়েছে। জনগণের শক্তিই আমাদের চালিকাশক্তি। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি।”

এ সময় দলের কেন্দ্রীয় সদস্য ইমরান হোসান তুহিন জানান, আগামী ২১ জুলাই কেন্দ্রীয় নেতারা ফেনী হয়ে নোয়াখালী পৌঁছাবেন। ২২ জুলাই সকাল ১১টায় মাইজদী নতুন বাসস্ট্যান্ড থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপারমার্কেটের সামনে গিয়ে শেষ হবে। এরপর দল রামগতি, লক্ষ্মীপুরের দিকে অগ্রসর হবে।

এই কর্মসূচির মাধ্যমে নোয়াখালীতে এনসিপির উপস্থিতি ও গণসম্পৃক্ততা বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সভায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সংগঠক কাজী মাঈন উদ্দীন তানভীর, ইয়াছিন আরাফাত, হাবীবুবুর রহমান, শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী জসিম উদ্দিন স্বাধীন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

সভায় দলীয় নেতারা ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করার নির্দেশ দেন যাতে পদযাত্রা সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সফল হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments