যশোরে বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করার জেরে আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবারের অভিযোগ, কৌশলে ফোনে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
নিহত বিপুল শহরতলির শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে এবং এসিআই গ্রুপের ডিপোতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
বিপুলের বাবা আখতার হোসেন জানান, শহরের ষষ্ঠীতলা এলাকার বাপ্পী ও বিপুল একসময় বন্ধু ছিল। বাপ্পী মাদক সেবন ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেন। পরে সুমাইয়া বিপুলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন। এতে বাপ্পী ক্ষিপ্ত হয়ে বিপুল ও তার স্ত্রীকে হত্যার হুমকি দিতে শুরু করে এবং বাড়ির সামনে একাধিকবার বোমাবাজিও চালায়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
শনিবার রাতে একটি অপরিচিত নম্বর থেকে ফোনে ডেকে নেওয়ার পর ষষ্ঠীতলা এলাকায় বাপ্পী ও তার সহযোগীরা বিপুলের ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বিপুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ শাকিরুল ইসলাম বলেন, বিপুলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।