Monday, July 14, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্যঅপরাধে আতঙ্ক নয়, বাস্তবচিত্র স্থিতিশীল—সরকারি পরিসংখ্যানে আশ্বস্তকারী তথ্য

অপরাধে আতঙ্ক নয়, বাস্তবচিত্র স্থিতিশীল—সরকারি পরিসংখ্যানে আশ্বস্তকারী তথ্য

চলতি বছর দেশে অপরাধ বাড়ছে—এমন শিরোনামে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও সরকারি তথ্য বলছে ভিন্ন কথা। সেপ্টেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত সময়ের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, বড় ধরনের অপরাধে উল্লেখযোগ্য কোনো বৃদ্ধি হয়নি। বরং বেশ কিছু গুরুতর অপরাধের হার আগের তুলনায় স্থিতিশীল বা কমেছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, “দেশে বড় অপরাধের প্রবণতা এখনো নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়ভাবে পরিস্থিতি মোকাবেলা করছে।”

সরকারি তথ্য অনুযায়ী, খুন, ধর্ষণ, সশস্ত্র ছিনতাই, ও ডাকাতির মতো সহিংস অপরাধে গত ১০ মাসে কোনো ভয়াবহ উল্লম্ফন দেখা যায়নি। কিছু অপরাধ প্রবণতায় সামান্য পরিবর্তন থাকলেও তা সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ নয়।

পোস্টটিতে আরও বলা হয়, নাগরিকদের সচেতন থাকা জরুরি, তবে আতঙ্কিত না হয়ে তথ্যভিত্তিক ও বাস্তবচিত্র মূল্যায়ন করাই উত্তম।

পুলিশ সদর দপ্তরের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, গত পাঁচ বছরের তুলনামূলক পরিসংখ্যান এবং সাম্প্রতিক ১০ মাসের অপরাধচিত্র সংক্রান্ত দুটি পৃথক টেবিল প্রস্তুত করা হয়েছে, যার সব তথ্য পুলিশের নিজস্ব রেকর্ড থেকে সংগ্রহ করা।

বিশ্লেষকরা বলছেন, অপরাধ পরিস্থিতি নিয়ে গুজব বা অতিরঞ্জিত তথ্য ছড়ালে জনমনে অযথা আতঙ্ক সৃষ্টি হয়। তাই নাগরিক দায়িত্ববোধের জায়গা থেকেই তথ্য যাচাই করে মত প্রকাশ করা জরুরি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments