Monday, July 14, 2025
spot_imgspot_img
Homeজাতীয়গণতন্ত্রের পথে বাংলাদেশ, বাস্তিল দিবসে আশা ফরাসি রাষ্ট্রদূতের

গণতন্ত্রের পথে বাংলাদেশ, বাস্তিল দিবসে আশা ফরাসি রাষ্ট্রদূতের

১৪ জুলাই বাস্তিল দিবস উপলক্ষে ঢাকায় ফরাসি দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে গণতন্ত্র, স্বাধীনতা ও অন্তর্ভুক্তির মূল্যবোধ নিয়ে আশাবাদী বক্তব্য দিয়েছেন রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। তিনি বলেন, ১৭৮৯ সালে বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান হয়, যা গণতন্ত্রের সূচনা হিসেবে ইতিহাসে স্মরণীয়। বাংলাদেশেও গণতন্ত্রের জন্য চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “যে কারণে এখানকার মানুষ লড়ছে, তার প্রয়োজনীয়তা ফরাসিরা বোঝে।”

আগামী ৫ আগস্ট গণভবন দখলের এক বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রদূত বলেন, “গণতন্ত্র মানে স্বাধীনতা, সমতা ও ভ্রাতৃত্ববোধ। এর জন্য দরকার মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং ন্যায়বিচার।” তিনি বলেন, ফ্রান্সে গণতন্ত্র প্রতিষ্ঠায় এক শতাব্দী সময় লেগেছিল, কিন্তু বাংলাদেশ আরও দ্রুত এই পথ অতিক্রম করবে বলে আশা রাখেন।

রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক যাত্রার কথা উল্লেখ করে বলেন, সামনে নানা বাধা থাকলেও সাহস ও ধৈর্য নিয়ে তা মোকাবিলা করা সম্ভব। দুর্নীতির বিরুদ্ধে লড়াই জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

অনুষ্ঠানে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বিশেষ অতিথি ছিলেন। অংশগ্রহণ করেন দেশি-বিদেশি কূটনীতিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ও সামরিক-বেসামরিক ব্যক্তিত্বরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments