রাজধানীর শাহবাগে অবস্থিত বহুল আলোচিত ত্রিকোণাকৃতি ইলেকট্রিক বিলবোর্ডটি অবশেষে ভেঙে ফেলেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার (১৩ জুলাই) রাতে স্থাপনাটি ভাঙার কাজ সম্পন্ন হয়। বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বিলবোর্ডটি অনেকের কাছে ‘প্রজন্ম চত্বর’ নামেও পরিচিত ছিল।
২০০৮ সালে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগ নেতা নুরুন্নবী চৌধুরী শাওনের মালিকানাধীন একটি বিজ্ঞাপনী সংস্থা এটি নির্মাণ করে। ডিএসসিসিকে নিয়মিত রাজস্ব দেওয়া হলেও, সাবেক মেয়র সাঈদ খোকনের সময় সব বিলবোর্ড উচ্ছেদের অংশ হিসেবে এটিও অপসারণের আওতায় পড়ে। এ নিয়ে মামলা চলমান থাকলেও স্থাপনাটি কার্যত আর ব্যবহৃত হয়নি।
ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় জানান, দীর্ঘদিন পরিত্যক্ত থাকার কারণে বিলবোর্ডটি ভেঙে ফেলা হয়েছে। উপ-রাজস্ব কর্মকর্তা শাহজাহান আলী জানান, এটি করপোরেশনের জায়গায় অনুমতি নিয়ে স্থাপন করা হলেও পরে আর ব্যবহৃত হয়নি।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, ভাঙার সময় কোনো প্রতিবাদ বা বিশৃঙ্খলা ঘটেনি। গণপূর্ত মন্ত্রণালয় নতুন একটি স্থাপনা তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে।
এদিকে, এই ভাঙন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে ‘প্রতীকচিহ্ন নয়, বরং বিভ্রান্তিকর স্থাপনা’ বলেও মন্তব্য করেছেন। তবে স্পষ্টতই, শাহবাগ নতুন রূপের দিকে এগোচ্ছে।