শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগাররা রোববার (১৩ জুলাই) ডাম্বুলায় স্বাগতিকদের ৮৩ রানে হারিয়ে জয়ের আনন্দে ভাসে। ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন শামীম হোসেন, লিটন দাস ও তাওহিদ হৃদয়।
ম্যাচশেষে আত্মবিশ্বাসী শামীম জানান, “সিরিজ এখন ১-১। এই জয়টি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা এবার সিরিজ জয়ের লক্ষ্যেই খেলব।”
প্রথম ম্যাচে ব্যর্থ লিটন দাস ফিরলেন রানে। ৫০ বলে ৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল পাঁচটি ছক্কা। হৃদয়ের সঙ্গে তার ৬৯ রানের চতুর্থ উইকেট জুটি দলকে শক্ত ভিত দেয়। শামীম বলেন, “লিটন ভাই অসাধারণ ব্যাটিং করেছেন। উইকেট হাতে থাকলে শেষের দিকে আমরা চাপ তৈরি করতে পারি—এটাই হয়েছে।”
শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন শামীম হোসেন নিজেও। ২৭ বলে খেলেন ৪৮ রানের ঝলমলে ইনিংস। নিজের ব্যাটিং পজিশন নিয়ে চিন্তা না করে বরং সেখানেই আত্মবিশ্বাস খুঁজে পান বলে জানান তিনি।
নিজের অনুপ্রেরণার কথা জানিয়ে শামীম বলেন, “এবি ডি ভিলিয়ার্স আমার প্রিয় ব্যাটসম্যান। তার মতো ইতিবাচক থাকাই চেষ্টা করি।”
বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৭৭ রান। জবাবে শ্রীলঙ্কা অলআউট হয় মাত্র ৯৩ রানে।
এখন সিরিজ নির্ধারণ হবে তৃতীয় ও শেষ ম্যাচে।