আধিপত্যবাদী শক্তি ও তাদের দেশীয় দালালদের গভীর চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আমাদের নেতাকর্মী, সমর্থক ও পেশাজীবীদের কোনো ষড়যন্ত্রের জালে পা দেওয়া যাবে না। কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারী ধর্ষণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাম্য হত্যাসহ সাম্প্রতিক ঘটনাগুলো পরিকল্পিতভাবে বিএনপিকে জড়াতে চক্রান্ত চলছে।”
রিজভীর দাবি, একটি ইসলামি দল, যারা দীর্ঘদিন ধরে আওয়ামীপন্থী ও প্রতিবেশী দেশের স্বার্থের ধারক, তারাই এই ষড়যন্ত্রের মূল চালিকাশক্তি। আন্তর্জাতিক ষড়যন্ত্রে যুক্ত হয়েছে আরও কিছু ইসলামি শক্তি, যারা জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে চায়।
তিনি আরও বলেন, “ড. ইউনূস সাহেব যখন লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং পরবর্তীতে একটি যৌথ বিবৃতি এলো, তখন থেকেই নির্বাচনের জন্য ‘পিআর পদ্ধতির’ দাবি ওঠে। এর পেছনে সুপরিকল্পিত লক্ষ্য রয়েছে। এটি একটি রাজনৈতিক ধোঁয়াশা তৈরি করে মাছ শিকারের চেষ্টা।”
রিজভী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “উসকানিতে পা দেবেন না। বিএনপি গণতন্ত্রের পক্ষে, জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা সব ষড়যন্ত্র সামাল দিতে পারব।”