গাজীপুরের কালিয়াকৈরের সোনাখালী রেলক্রসিং এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ায় সোমবার সকাল থেকে ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে আটকে গেছে একাধিক ট্রেন, দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কালিয়াকৈর-ধামরাই আঞ্চলিক রুটের সোনাখালী রেলক্রসিং পার হওয়ার সময় একটি মালবাহী ট্রাক হঠাৎ বিকল হয়ে যায়। ট্রাকটি রেলক্রসিংয়ের সামনে তৈরি হওয়া একাধিক বড় গর্তে আটকে যায়। চালক ও স্থানীয়রা চেষ্টার পরও সেটি সরাতে ব্যর্থ হন। ফলে ঢাকা-রাজশাহী রেলপথে চলাচলকারী সব ট্রেন বাধাগ্রস্ত হয়।
জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান বলেন, “ফেঁসে যাওয়া ট্রাকটি সরানোর জন্য কাজ চলছে। দ্রুত অপসারণ সম্ভব হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।”
এদিকে এই ঘটনায় মির্জাপুর রেলস্টেশনে ঢাকামুখী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। যাত্রীরা জানান, তারা দীর্ঘ সময় ধরে স্টেশনে অপেক্ষা করছেন, কিন্তু নির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি ট্রেন চালুর। অনেকেই কর্মস্থল ও জরুরি কাজে ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই রেলক্রসিং এলাকায় খানাখন্দ তৈরি হয়েছে, কিন্তু যথাযথ সংস্কার না করায় এমন ঘটনা ঘটছে।