জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ইমামুর রশিদের বিরুদ্ধে এক নারী ক্ষুদ্র উদ্যোক্তার কাছ থেকে ৭ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
ভিডিওতে ওই নারী এনসিপিকে মোট ৪৮ লাখ টাকা ডোনেশন দেওয়ার দাবি করেন। রোববার (১৩ জুলাই) বিকেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ড. এ কে এম ওয়াহিদুজ্জামান ভিডিওটি তার প্রোফাইলে পোস্ট করেন।
এর প্রেক্ষিতে ইমামুর রশিদ নিজের ফেসবুক পোস্টে বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ভিডিওতে যিনি কথা বলছেন তিনি গত মে মাসে পার্টির অস্থায়ী কার্যালয়ে এসে স্বেচ্ছায় ডোনেশনের ইচ্ছা প্রকাশ করেন। পরে তার অনুরোধে আমি পার্টির পক্ষ থেকে ফান্ড কালেক্ট করে কোষাধ্যক্ষের কাছে হস্তান্তর করি।
তিনি দাবি করেন, সেই নারী পার্টির শীর্ষ নেতাদের কাছে কিছু ব্যক্তিগত সুবিধা দাবি করেন, যা প্রত্যাখ্যাত হওয়ায় সম্পর্কের অবনতি ঘটে। এরপরই তিনি ভিডিওটি গোপনে ধারণ করে প্রচার করেন।
ইমামুর রশিদ আরও বলেন, “আমাকে কেউ প্রমাণসহ অনৈতিক কাজের সাথে যুক্ত করতে পারলে আমি স্বেচ্ছায় যে কোনো শাস্তি মাথা পেতে নেবো।”
তিনি জানান, ডোনেশন পলিসি ও ফান্ড কালেকশনের জন্য ওয়েবসাইট এই ঘটনার পর আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।