“এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা, কোনো ষড়যন্ত্রেই লাভ হবে না”
তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ কয়েকটি দলের নেতাদের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (১৪ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “একটা দল আছে, নাম ‘বাংলাদেশ চিলড্রেন্স পার্টি’। তাদের অনেকে এখন শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কথা বলেন। অথচ তাদের পূর্বপুরুষরাও হয়তো জিয়াউর রহমানকে চিনতেন না। এখন এসব বিভ্রান্তিকর কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। কিন্তু বিএনপি ভেঙে পড়ার দল নয়।”
মির্জা আব্বাস আরও বলেন, বিএনপি জনগণের ভালোবাসার দল, এটিকে কোনো ষড়যন্ত্র দিয়ে ধ্বংস করা যাবে না। ইসলামী আন্দোলনের প্রতি ইঙ্গিত করে বলেন, “যারা বলছে বিএনপি যাবে আওয়ামী লীগের পথে—তাদের উদ্দেশ্য স্পষ্ট। ২০১৩ সালে হেফাজতের সমাবেশে হামলার সময় চরমোনাইয়ের পীর কোথায় ছিলেন? তখন শুধু বিএনপিই ছিল মুসলমানদের পাশে।”
জামায়াতে ইসলামীর প্রতি কঠোর সমালোচনা করে তিনি বলেন, “ওরা সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেয়। সময় বুঝে দলবদল করে—এরশাদ, আওয়ামী লীগ, বিএনপি—যারাই ক্ষমতায় থাকুক না কেন। কিন্তু এখন বিএনপি ও তারেক রহমান তাদের প্রধান মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্যে বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয়।”
সভায় আরও বক্তব্য দেন রফিকুল আলম মজনু, তানভীর আহমেদ রবিন, আমিনুল হক, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, মোস্তফা জামান, আব্দুল মোনায়েম মুন্না ও নুরুল ইসলাম নয়ন।