বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, বিএনপির শীর্ষ নেতাকে নিয়ে অশালীন মন্তব্য ও স্লোগান দেওয়ার পরও ছাত্রদলের লাখো নেতাকর্মীকে শান্ত রাখা হয়েছে। তিনি বলেন, উত্তেজনার মধ্যেও ছাত্রদল মব সৃষ্টির পথে হাঁটেনি, কারণ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মব সংস্কৃতির কোনো সম্পর্ক নেই।
সোমবার (১৪ জুলাই) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। মিছিলটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে অনুষ্ঠিত হয়।
রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভবিষ্যতে কোনো ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হলে এবং ক্যাম্পাস ক্রস ইস্যু কিংবা মব সংঘটিত করা হলে এর দায় সংশ্লিষ্ট গুপ্ত সংগঠনকেই বহন করতে হবে।”
তিনি বলেন, “কয়েকজন ছাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ও সম্মানহানি করলেও সাধারণ শিক্ষার্থীরা তা সমর্থন করেনি। এটি প্রমাণ করে, ছাত্রসমাজ তারেক রহমানের নেতৃত্ব ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তার অবদান উপলব্ধি করে।”
রাকিব আরও বলেন, “যখন ভবিষ্যতে এ সরকার ও ছাত্রসংগঠনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠবে, তখন মবসন্ত্রাসের দায় থেকে তারা মুক্ত থাকতে পারবে না।”
ছাত্রদলের এ কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিও জানান ছাত্রদল নেতারা।