Monday, July 14, 2025
spot_imgspot_img
Homeবিশেষ সংবাদ"পদ থেকে সরে গেলেও বিএনপিই আমার ঠিকানা: মনির খান"

“পদ থেকে সরে গেলেও বিএনপিই আমার ঠিকানা: মনির খান”


সুরের জাদুকর মনির খান প্রায় তিন দশক ধরে কণ্ঠের জাদুতে জয় করে নিয়েছেন কোটি শ্রোতার হৃদয়। চলচ্চিত্র ও অ্যালবামে অসংখ্য হিট গান উপহার দেওয়া এই শিল্পী পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানা দেশি-বিদেশি সম্মাননা। সংগীতের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি।

দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই জনপ্রিয় গায়ক। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয় যে তিনি নাকি দল থেকে পদত্যাগ করেছেন। এই গুজবকে পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন মনির খান।

সোমবার (১৪ জুলাই) চ্যানেল 24 অনলাইনকে দেওয়া এক বক্তব্যে মনির খান বলেন, “২০১৮ সালের একটি তথ্য বিকৃত করে ছড়ানো হচ্ছে যে আমি দল ছেড়ে দিয়েছি। আসলে আমি শুধু পদ ছেড়েছি, দল কখনও ছেড়িনি। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং এখনও আছি।”

তিনি আরও বলেন, “বিগত ১০ বছর ধরে এলাকার সব কিছু গুছিয়ে এনেছি। দলের দুঃসময়ে পাশে ছিলাম, এখনো আছি। যদি দল ও জনগণ মনে করে আমি উপযুক্ত, তাহলে অবশ্যই তাদের সেবায় নিয়োজিত হব।”

মনির খান বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাস-এর সাবেক সাধারণ সম্পাদক এবং পরে দলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, রাজনীতি এবং সংগীত—দুটো দিকেই তিনি নিয়মিত কাজ করছেন। বর্তমানে গান রেকর্ডিং ও দেশ-বিদেশে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

শ্রোতা-ভক্তদের উদ্দেশে মনির খান বলেন, “আমি বিএনপিতে আছি, থাকবো। কেউ যেন উদ্দেশ্যমূলক গুজবে কান না দেন।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments