বান্দরবানের সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের চিম্বুক সড়কের রাংলাই হেডম্যান ম্রোপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন ম্রো নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন একই পরিবারের সদস্য। তারা হলেন—তুমলে ম্রো (১৭), রওলেং ম্রো (৩৫) এবং রিয়েম ম্রো। তিনজনই রাংলাই হেডম্যান ম্রোপাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাড়ার একটি পুরোনো বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ বিকল হয়ে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর তার ছিঁড়ে পড়ে গেলে তিনজন নারী তাতে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান তুমলে ও রিয়েম ম্রো। আহত রওলেং ম্রোকে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
স্থানীয় বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো জানান, “ট্রান্সফরমারটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। অবশেষে বিস্ফোরণে প্রাণ গেল তিনজনের।”
বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, “নিহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল। বাকি দুইজনের মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও বিদ্যুৎ বিভাগ। স্থানীয়রা নিরাপত্তার জন্য দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপনের দাবি জানিয়েছেন।