কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। অপহরণের পর ছেলেকে নির্যাতনের খবরে হৃদয় বিদারক পরিস্থিতির শিকার হন বাবা সুরুজ মিয়া (৭০)। ছেলের মুক্তির পর নির্যাতনের চিহ্ন দেখে হৃদয় বিকল হয়ে মারা যান তিনি।
গতকাল রবিবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সুরুজ মিয়া স্থানীয় বাসিন্দা তাজু মিয়ার ছেলে। তার পুত্র পাবেল (২৫) দুপুরে গৌরীপুর বাজারের ঈদগাঁ মাঠে কবুতর কিনতে গেলে অজ্ঞাতনামা কয়েকজনের হাতে অপহৃত হন।
স্থানীয় সূত্র জানায়, অপহরণকারীরা পাবেলকে পশ্চিম বাজারের একটি বাড়িতে নিয়ে আটকে রাখে এবং তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না পেয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করে। অবশেষে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করলে রাত সাড়ে ৮টায় তাকে মুক্তি দেওয়া হয়।
মুক্তির পর শরীরে নির্যাতনের চিহ্ন দেখে হতবিহ্বল হয়ে পড়েন পাবেলের বাবা সুরুজ মিয়া। সঙ্গে সঙ্গে তিনি অচেতন হয়ে পড়লে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পাবেলের ফুফাতো ভাই কাইয়ুম হাসান জানান, ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। অপহরণকারীরা বাজার থেকেই তাকে নজরদারিতে রেখেছিল।
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে পুলিশ ভিকটিমের বাড়িতে খোঁজখবর নিচ্ছে।