নরসিংদী জেলা জজ আদালতের ম্যাজিস্ট্রেট কোর্টের কাঠগড়া থেকে রিয়াজুল ইসলাম হৃদয় (২৫) নামের এক আসামির নাটকীয়ভাবে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
পলাতক রিয়াজুল ইসলাম হৃদয় জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে। সে একটি অটোরিকশা চুরির মামলায় একমাত্র সন্দেহভাজন আসামি হিসেবে রায়পুরা থানা পুলিশের হাতে গত ৭ জুলাই গ্রেপ্তার হয়।
নরসিংদী কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম জানান, ঘটনার সময় আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার এজলাসে বিদ্যুৎ বিভ্রাট চলছিল। আলো-আধারির সুযোগ কাজে লাগিয়ে কাঠগড়ায় থাকা অবস্থায় আসামি হৃদয় চোখে পড়ার আগেই দৌঁড়ে পালিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে কোর্ট চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও তাকে ধরা সম্ভব হয়নি। বর্তমানে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
পরিদর্শক সাইরুল আরও বলেন, পলাতক আসামিকে ধরতে সংশ্লিষ্ট থানা, গোয়েন্দা সংস্থা এবং র্যাবকে অবহিত করা হয়েছে। ঘটনাটি নিয়ে আদালত প্রাঙ্গণে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
এই ঘটনায় কোর্ট পুলিশের দায়িত্বে অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখার জন্য বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।