Monday, July 14, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্যফরিদপুর-৪ আসনে পোস্টার ঘিরে বিতর্ক, খেলাফত মজলিস প্রার্থীর অভিযোগ

ফরিদপুর-৪ আসনে পোস্টার ঘিরে বিতর্ক, খেলাফত মজলিস প্রার্থীর অভিযোগ

ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা, চরভদ্রাসন) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি একটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। পোস্টারটিকে ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক ও প্রশ্ন।

ভাইরাল হওয়া পোস্টারে একসঙ্গে দেখা গেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সংসদ সদস্য চৌধুরী নিক্সন ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমান মোল্লার ছবি। এতে অনেকেই বিভ্রান্তি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের আশঙ্কা করছেন।

তবে কে বা কারা এই পোস্টার তৈরি ও ছড়িয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে।

এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন খেলাফত মজলিস প্রার্থী মো. মিজানুর রহমান মোল্লা। তিনি মোবাইল ফোনে কালবেলাকে বলেন, “আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই একটি বিশেষ মহল উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের পোস্টার তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। আমি কখনোই চৌধুরী নিক্সন চৌধুরী কিংবা আওয়ামী লীগের কোনো কর্মী বা সমর্থক ছিলাম না। আমার রাজনৈতিক অবস্থান স্পষ্ট এবং তা ইসলামি মূল্যবোধভিত্তিক।”

তিনি আরও বলেন, “জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। আমি বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করব।”

স্থানীয় রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনী মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করতে এ ধরনের কৌশল অনেক সময়ই ব্যবহার করা হয়ে থাকে। তবে বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments