বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রচারিত অনুষ্ঠান ‘জনতার সামনে’–এর একটি পর্বে সরকারবিরোধী বিষয়বস্তু উপস্থাপন করায় বিটিভির অনুষ্ঠান নির্বাহী বেগম মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
রোববার (১৩ জুলাই) তাকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মন্ত্রণালয় থেকে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ জুন রাত ৯টায় প্রচারিত ‘জনতার সামনে’ অনুষ্ঠানের অনুমোদন ও সম্পাদনার দায়িত্বে ছিলেন মাহবুবা ফেরদৌস। কিন্তু ঐ পর্বে এমন কিছু উপস্থাপন করা হয় যা সরকারের কার্যক্রমের পরিপন্থী এবং রাষ্ট্রীয় ও মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
নোটিশে আরও বলা হয়েছে, দায়িত্ব পালনে অবহেলার কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা তিন কর্মদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।
এই ঘটনায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দায়িত্বশীলতা, অনুষ্ঠান পরিকল্পনায় নজরদারি ও স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।