Monday, July 14, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাবিতর্কের জন্মদিন পার্টি, লামিনে ইয়ামালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি

বিতর্কের জন্মদিন পার্টি, লামিনে ইয়ামালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার উদীয়মান তারকা লামিনে ইয়ামাল তার ১৮তম জন্মদিন ঘিরে আয়োজিত জমকালো পার্টিতে পেশাদার বামন শিল্পীদের ভাড়া করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। এ ঘটনায় সামাজিক প্রতিবাদ ছাড়াও এসেছে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি।

মাত্র ১৮ বছর পূর্ণ করে পেশাদার ফুটবল ক্যারিয়ারের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন ইয়ামাল। সেই উপলক্ষে পরিবার ও বন্ধুদের নিয়ে এক ব্যক্তিগত পার্টির আয়োজন করেন তিনি। কিন্তু পার্টিতে বিনোদনের অংশ হিসেবে বামন ব্যক্তিদের ভাড়া করার ঘটনায় মানবাধিকার সংগঠন ও প্রতিবন্ধী কমিউনিটির তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

স্পেনের শারীরিক ও অঙ্গপ্রত্যঙ্গভিত্তিক প্রতিবন্ধীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব পিপল উইথ আখনড্রোপ্লাসিয়া অ্যান্ড আদার স্কেলেটাল ডিসপ্লাসিয়াস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছে। সংগঠনের সভাপতি কারোলিনা পুয়েন্তে বলেন, “২১ শতকে এসেও যদি কেউ প্রতিবন্ধী মানুষদের বিনোদনের উপকরণ হিসেবে ব্যবহার করে, তা অত্যন্ত দুঃখজনক। এটি তরুণদের মাঝে ভুল বার্তা ছড়িয়ে দেয় যে বৈষম্য গ্রহণযোগ্য।”

তিনি আরও বলেন, “এ ধরনের আচরণ মর্যাদা ও মানবাধিকারের পরিপন্থী। আমরা এর বিরুদ্ধে সামাজিক ও আইনি সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।”

স্পেনের প্রচলিত আইনেও বলা আছে, কোনো প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়ে উপহাস বা প্রদর্শনমূলক কাজে যুক্ত করা আইনত নিষিদ্ধ।

এই বিতর্কের মধ্যেই ইয়ামাল বার্সেলোনার প্রি-সিজন ক্যাম্পে যোগ দিয়েছেন। গুঞ্জন রয়েছে, নতুন মৌসুমে তিনি পেতে পারেন ক্লাবের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি। তবে জন্মদিন ঘিরে জন্ম নেওয়া বিতর্ক তার মাঠের বাইরের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments