Monday, July 14, 2025
spot_imgspot_img
Homeবিশেষ সংবাদমানি লন্ডারিং মামলায় বিএসবি গ্লোবালের চেয়ারম্যান খায়রুল বাশার গ্রেপ্তার

মানি লন্ডারিং মামলায় বিএসবি গ্লোবালের চেয়ারম্যান খায়রুল বাশার গ্রেপ্তার

উচ্চশিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার বাহারকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম।

সিআইডির বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, খায়রুল বাশারের বিরুদ্ধে গুলশান থানায় চেক ডিজঅনারের প্রায় ৫০-৬০টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মানি লন্ডারিংসহ প্রতারণার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত বছরের ১৭ অক্টোবর বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষার্থীরা গুরুতর অভিযোগ আনেন। তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. খায়রুল বাশার ও তার ঘনিষ্ঠ সহযোগীরা বিদেশে উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন। এই প্রতারণার মাধ্যমে এক হাজারের বেশি শিক্ষার্থীর প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ করা হয় বলে দাবি করেন তারা।

ভুক্তভোগীরা জানান, খায়রুল বাশারের প্রতিষ্ঠান ‘ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ’-এর অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে বিদেশে শিক্ষার্থী পাঠানোর নামে নানা ধরনের প্রতারণা করে আসছিল। সুনির্দিষ্ট অভিযোগ ও ক্ষতিগ্রস্তদের জবানবন্দির ভিত্তিতে মামলাটি তদন্তে নেয় সিআইডি।

ইতোমধ্যে গ্রেপ্তারের পর খায়রুল বাশারকে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে সিআইডি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments