রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রকৃত হত্যাকারীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক এম এ আজিজ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এই মন্তব্য করেন।
এম এ আজিজ বলেন, “ঘটনার সিসিটিভি ফুটেজ এবং নিহতের পরিবারের সরাসরি অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্ত অনেকের নাম মামলার চার্জশিটে নেই। এতে প্রশ্ন উঠছে, প্রকৃত অপরাধীদের আড়াল করা হচ্ছে কি না।”
তিনি আরও জানান, নিহতের পরিবারের দাবি অনুযায়ী, অপরিচিত দুই ব্যক্তি থানায় গিয়ে কথা বললেও ভুক্তভোগীদের অভিযোগ আমলে নেওয়া হয়নি। এম এ আজিজ বলেন, “একজন যুবদল কর্মীকে দিনে-দুপুরে নির্মমভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড স্মরণকালের অন্যতম বীভৎস ঘটনা। আমরা সবাই বিচার চাই। তবে সে বিচার হতে হবে সঠিক ও ন্যায্য।”
আলোচনায় আরও উঠে আসে, মামলার এক আসামি রিমান্ডে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিলেও আদালতে জানায়, চাপ প্রয়োগে তা আদায় করা হয়েছে। এম এ আজিজ বলেন, “এটি প্রমাণ করে মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ। প্রকৃত খুনিদের বাদ দিয়ে দায়সারা বিচার হলে, ন্যায়বিচার নিশ্চিত হবে না।”
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের দায় যারা এড়িয়ে যাচ্ছে, সময়মতো তাদের মুখোশ উন্মোচন হবে।”