কুমিল্লার চান্দিনায় নিজেদের সিআইডি পরিচয় দিয়ে এক প্রবাসীকে বাড়ি থেকে অপহরণ ও লুটপাট করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন স্থানীয় শ্রমিকদল নেতা।
ঘটনাটি ঘটে রোববার (১৪ জুলাই) দুপুরে। প্রবাসী মো. সোহেল সরকারকে দিনদুপুরে তার শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। তারা লুট করে প্রায় ৯ ভরি স্বর্ণালংকার, একটি আইফোন ও একটি স্মার্টফোন। পরে প্রবাসীর স্ত্রীকে ফোন করে তারা মুক্তিপণ হিসেবে দাবি করে ২ লাখ টাকা।
এ ঘটনার পরপরই চান্দিনা সেনা ক্যাম্পে অভিযোগ জানানো হলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে রাত ১১টার মধ্যে ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং সোহেল মুন্সিসহ দুজনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে আরও তিনজনকে আটক করা হয়।
পরদিন সোমবার (১৫ জুলাই) আদালতের মাধ্যমে পাঁচ আসামিকে কারাগারে পাঠানো হয়। প্রবাসী সোহেল সরকার ওই রাতেই চান্দিনা থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন:
- চান্দিনা পৌরসভা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও ১ নম্বর ওয়ার্ডের সভাপতি সোহেল মুন্সি (৩৯),
- মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার সোহাগ আহমেদ (৩৫),
- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার রাসেল মিয়া (২৯),
- নরসিংদীর রায়পুরা উপজেলার হানিফ (২৭),
- কুমিল্লার চান্দিনা উপজেলার ফয়সাল (২৭)।
তাদের কাছ থেকে লুট করা স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
ভুক্তভোগী সোহেল সরকার জানান, তিনি মালয়েশিয়া থেকে ১১ জুলাই দেশে ফেরার পর সরাসরি তার শ্বশুরবাড়ি, চান্দিনার ছায়কোট গ্রামে যান। রোববার দুপুর দেড়টার দিকে ৫-৬ জন লোক বাড়িতে গিয়ে নিজেদের সিআইডি পরিচয় দেয় এবং তাকে অবৈধ মালামালের অভিযোগে তুলে নিয়ে যায়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, সেনাবাহিনী প্রথমে দুজনকে আটক করে থানায় হস্তান্তর করে। পরে পুলিশের অভিযানে আরও তিনজন গ্রেপ্তার হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Top of Form
Bottom of Form