ঢাকাসহ দেশের দুই বিভাগে আজ মঙ্গলবার (১৫ জুলাই) ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা, আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণও বেড়েছে।
বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন স্থলভাগে এসে নিম্নচাপে রূপ নিয়েছে। এর সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু, যার প্রভাবে খুলনা ও রাজশাহী বিভাগে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। তবে বিকেলের মধ্যেই নিম্নচাপটি দুর্বল হয়ে যেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে অধিদপ্তর।
গত তিন দিনের প্রচণ্ড গরমের পর সোমবার থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির মাত্রা বেড়েছে। আবহাওয়া অফিস জানায়, সোমবার বিকেলে সাগরের লঘুচাপটি স্থলে গিয়ে নিম্নচাপে পরিণত হয়। এরপর থেকেই দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি শুরু হয়। যশোরে সর্বোচ্চ ১৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, আর রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে বর্তমানে নিম্নচাপটি অবস্থান করছে। এর প্রভাবে আজ খুলনা ও রাজশাহী বিভাগে কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) বা অতিভারী (৮৮ মি.মি.-এর বেশি) বৃষ্টি হতে পারে।
তিনি আরও জানান, আজ বিকেলের পর থেকে নিম্নচাপটি দুর্বল হয়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে। তবে বৃষ্টি পুরোপুরি থামবে না। বুধবার থেকে বৃষ্টি কিছুটা হ্রাস পেলেও শুক্রবার পর্যন্ত চলতে থাকবে। শনিবার থেকে পরবর্তী কয়েক দিন বৃষ্টি অনেকটাই কমে আসবে, তবে আবারও বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।