আসন্ন ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর ডাকা জাতীয় সমাবেশ। এটি দলের ইতিহাসে সবচেয়ে বড় জমায়েত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সমাবেশ সফল করতে দেশব্যাপী গণসংযোগ, মিছিল ও প্রস্তুতি সভা চালিয়ে যাচ্ছে জামায়াত। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, অংশগ্রহণ নিশ্চিত করতে ১০ হাজার বাস ভাড়া করা হয়েছে, ট্রেন ও লঞ্চ ব্যবস্থাও থাকবে। আশা করা হচ্ছে, ১০ লাখের বেশি নেতাকর্মীর সমাগম ঘটবে।
সমাবেশে ৬ হাজার স্বেচ্ছাসেবক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন। যানবাহন পার্কিং, রুট ব্যবস্থাপনা, মাইক সেটআপসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করতে ১৫ জুলাই ডিএমপির কর্মকর্তাদের সঙ্গে এক ঘণ্টার বৈঠক করে জামায়াতের সাত সদস্যের প্রতিনিধি দল।
ডিএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। প্রতিনিধি দলে ছিলেন দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা, আর ডিএমপির পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম।
জুবায়ের জানান, এখন পর্যন্ত কোনো হুমকি বা বাধার আশঙ্কা দেখা যায়নি। তবে দল সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে। ইতিহাসের সর্ববৃহৎ জনসমাগম গড়তেই এই আয়োজন, বলে জানান তিনি।